প্রতিদিনের নিউজ, সোনারগাঁও:
কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মানছেন না সোনারগাঁও উপজেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়া উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কর্মসূচির ব্যানারে তিন শীর্ষ নেতা ছাড়া অন্য নেতাদের ছবি ব্যবহারে বিএনপি নিষেধাজ্ঞা দিলেও তা মানছেন না নেতাকর্মীরা। এমনকি খোদ দলের যে কেন্দ্রীয় নেতার সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে, তিনিও নিজের ছবি সংবলিত ব্যানার সামনে নিয়ে পদযাত্রা কর্মসূচি করেছেন। এছাড়া অনেক কেন্দ্রীয় নেতার ছবিও দেখা গেছে শনিবারের (১১ ফেব্রুয়ারি) ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির ব্যানারে। এটিকে দলের নেতারা ‘অযাচিত’ সিদ্ধান্ত বলে ‘আখ্যা’ দিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে একটি নির্দেশনা দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাদের পাঠানো হয়। তাতে জানানো হয়, দলের কেন্দ্রঘোষিত কর্মসূচির ব্যানারে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান,চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া অন্য কোনো নেতার ছবি ব্যানারে ব্যবহার করা যাবে না।
তবে ১১ ফেব্রুয়ারি সোনারগাঁও উপজেলা বিএনপির ইউনিয়ন পর্যায়ে যে পদযাত্রা কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচির ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও স্থানীয় নেতাদের ছবি ব্যবহার করতে দেখা গেছে।
সূত্রমতে, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নির্দেশনা নেতাকর্মীদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়, প্রিয় নেতৃবৃন্দকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, কেন্দ্রঘোষিত জাতীয় কর্মসূচির মূল ব্যানারে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। বিষয়টি জরুরি ও গুরুত্বপূর্ণ বিধায় সবাইকে এ আদেশ মেনে চলতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না