বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে পরায় ভূষন মন্ডল (৫২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে কাটাখালি হাইওয়ে পুলিশ। এসময় আরও তিন জনমারাত্বকভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুলিশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, অতিরিক্ত গতির কারণে মোংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ভূষন মন্ডলসহ চারজন আহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভুষন মন্ডলকে মৃত ঘোষনা করেন। নিহত ভূষন মন্ডল রামপাল উপজেলার ভেকটমারি গ্রামের পিযুষকান্তির ছেলে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না