কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সিটি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বিভাগীয় প্রধানের “একটি সাদা কাফনের সফরনামা” গ্রন্থ উৎসব সমাজ বিজ্ঞান অনুষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সালাহউদ্দিন, পবিত্র কোরান তেলোয়াত করেন বিভাগের ছাত্র ওয়াজেদুল আকবর মুরাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় ছাত্রী বৃষ্টি।
গত ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও কলা অনুষদ প্রধান সহযোগি অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ক্য থিং অং। তিনি বলেন , স্মার্ট বাংলাদেশ গঠনে কক্সবাজার সিটি কলেজ আগামী প্রজন্মকে তৈরীতে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। এইচএসসি, কারিগরী, ডিগ্রী, অনার্স মাস্টার্স এ ভাল ফলাফলের পাশাপাশি কু-ক্যারিকুলামও গুরুত্ব দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গ্রন্থ আলোচক নুরুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুহুল আমিন ও জসিম উদ্দিন, নবীনদের পক্ষ থেকে ফারহানা আহসান প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না