সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বুধবার (২ নভেম্বর) বিকেল ৪ টায় নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রীণ গার্ডেন পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সবিচ অধ্যাপক মামুন মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত আরো ছিলেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান, সিনিয়র সদস্য খন্দকার আবু জাফর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য নাসির আহমেদ, মাহফুজুর রহমান হুমায়ূন, হাজী মোশারফ হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহ আলম হিরা, আশরাফুল ইসলাম রিপন, একরামুল কবির মামুন, গুলজার চেয়ারম্যান, মজিবুর ভূঁইয়া, দুলাল আহমেদ, মাসুম আহমেদ, আব্দুল আজিজ, নূরুল ইসলাম টিটু, মো. ইউসুফ, জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রনি, জেলা মহিলা দলের সভাপতি মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা শমিক দলের সভাপতি মন্তু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না