বাগেরহাট প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মোরেলগঞ্জেও শান্তি মিছিল করেছে আওয়ামীলীগ। শনিবার, ১১ ফের্রুয়ারী বেলা ১১টার দিকে পৌর মেয়র অ্যাড.এস এম মনিরুল হক তালুকদারের নেতৃত্বে একটি শান্তি মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নব্বইরশি বঙ্গবন্ধু চত্বরে পথ সভার আয়োজন করে। পথ সভায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা জামায়াত বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এর আগে গত ৮ ফেব্রুয়ারী বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সকল ১৬ ইউনিয়ন ও পৌরসভায় পৃথকভাবে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়ে ছিল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না