১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কিশোরীকে অপহরণ রাজবাড়ী থেকে উদ্ধার, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত হওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে রাজবাড়ী থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকা দুই আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে অপহৃত হন ওই কিশোরী।
বিষয়টি শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি কিশোরীর বাবা মো. শাহ কামাল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন মো. সোহান (২২), মো. সুজন মানিক (৫৫), মো. রাসেল (৩৬) এবং মোসা. তানিয়া (২৫)।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজবাড়ী এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রাজবাড়ী পাংশা থানার চর আফরা এলাকার মো. সুজন মানিকের ছেলে সোহান (২২) এবং পাট্টা এলাকার রশন আলীর ছেলে রাসেল (৩৬)।
অপহৃত হওয়া কিশোরীর বাবা মো. শাহ কামাল জানান, ১ নং বিবাদী মো. সোহান ফেসবুক ও মোবাইল ফোনে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে অভিযুক্ত সোহান মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। তার মেয়ে এই প্রস্তাবে রাজী না হলে সে তার মেয়েকে অপহরণ করে যেকোনো উঠিয়ে নিয়ে বিয়ে করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ৮ জানুয়ারি তার মেয়েকে হীরাঝিল এলাকা থেকে উপরোক্ত ২নং, ৩নং, ৪নং বিবাদীরাসহ অজ্ঞাত কয়েকজন বিবাদীদের প্ররোচনায় অপহরণ করে। পরবর্তীতে ১নং বিবাদীর ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে সে তাদের সঙ্গে নানা তালবাহানা করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরবর্তীতে গতকাল সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরী মাহিমাকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার আসামিদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কিশোরীকে অপহরণ রাজবাড়ী থেকে উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত হওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে রাজবাড়ী থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকা দুই আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে অপহৃত হন ওই কিশোরী।
বিষয়টি শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি কিশোরীর বাবা মো. শাহ কামাল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন মো. সোহান (২২), মো. সুজন মানিক (৫৫), মো. রাসেল (৩৬) এবং মোসা. তানিয়া (২৫)।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজবাড়ী এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রাজবাড়ী পাংশা থানার চর আফরা এলাকার মো. সুজন মানিকের ছেলে সোহান (২২) এবং পাট্টা এলাকার রশন আলীর ছেলে রাসেল (৩৬)।
অপহৃত হওয়া কিশোরীর বাবা মো. শাহ কামাল জানান, ১ নং বিবাদী মো. সোহান ফেসবুক ও মোবাইল ফোনে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে অভিযুক্ত সোহান মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। তার মেয়ে এই প্রস্তাবে রাজী না হলে সে তার মেয়েকে অপহরণ করে যেকোনো উঠিয়ে নিয়ে বিয়ে করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ৮ জানুয়ারি তার মেয়েকে হীরাঝিল এলাকা থেকে উপরোক্ত ২নং, ৩নং, ৪নং বিবাদীরাসহ অজ্ঞাত কয়েকজন বিবাদীদের প্ররোচনায় অপহরণ করে। পরবর্তীতে ১নং বিবাদীর ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে সে তাদের সঙ্গে নানা তালবাহানা করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরবর্তীতে গতকাল সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরী মাহিমাকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার আসামিদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন