খুলনা প্রতিনিধি:
বটিয়াঘাটার অসুস্থ বীরাঙ্গনা সেবাদাসী কে দেখতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম অসুস্থ বীরাঙ্গনা সেবাদাসী কে দেখতে গিয়ে সরকারী ত্রান সহয়তা চাল ডাল তেল সহ দুই বস্তা খাদ্য সামগ্রী ও কম্বল প্রধান করেন।
এময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ইমদাদুল হক, স্থানীয় সমাজ সেবক নগেন্দ্রনাথ মন্ডল, দৈনিক আজকের তথ্য এর সাংবাদিক মোঃ ইমরান হোসেন ও স্পন্দন এর সাংবাদিক অরুপ জোদ্দার সহ আরো অনেকে।
উল্লেখ গতকাল বুধবার স্থানীয় সাংবাদিক অরুপ জোদ্দার ও মো ইমরান সেবাদাসীর সাক্ষাতকার ও প্রতিবেদনের পর উপজেলা প্রশাসনের দৃষ্টিপাত করায় উপজেলা প্রশাসন যড়জমিনে সেবাদাসীকে দোখতে যান। ১৯৭১ সালে ১৯ মে বটিয়াঘাটা উপজেলার বসুরবাদ বাদামতলা এলাকায় পাক হানাদার বাহিনী ও রাজাকারদেও আক্রমণে ১৪ জন শহীদ হন, হানাদারদের হাতে ধর্ষনে শিকার হন অনেকেই, এর মধ্য সেবাদাসী অন্যতম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ থেকে তার নাম বীরাঙ্গনা হিসেবে মুক্তিযুদ্ধা মন্ত্রনালয় প্রেরণ করেছে অনেক আগে, এ পর্যন্ত তার নাম গেজেটভুক্ত হয়নি, এনিয়ে সেবাদাসী মনে হতাশা বিরাজ করছে, উপযুক্ত চিকিৎসার অভাবে সে এখন সযাসায়ী।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না