শার্শায় উপনির্বাচনে মেম্বর পদে আজিজুল নির্বাচিত
- আপডেট সময় : ০৪:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৬৬
যশোর জেলা প্রতিনিধি
উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের মেম্বর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর)মহিষাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২ হাজার ৮০ জন ভোটারের মধ্যে ১৬ শত ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে আজিজুল ইসলাম ফুটবল প্রতিকে ৯ শত ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান মতি মোরগ প্রতিকে ৭ শত ৪২ ভোট পেয়েছেন।
এ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিজাডিং অফিসার তৌহিদুল ইসলাম জানান, বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মুল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি।