লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন : স্বাস্থ্য সচিব
- আপডেট সময় : ০১:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭৬
মাহফূজুল করিম, লামা:
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার বেলা ১১টায় স্বাস্থ্য সচিব লামা হাসপাতালে পৌঁছায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প.প)কর্মকর্তা সচিবকে বরণ করেন করে নেন।
তিনি হাসপাতাল বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সার্বিক বিষয়ে খোঁজ নেন। শেষে বান্দরবানের সিভিল সার্জন সহ সাত উপজেলার কর্তব্যরত ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, টেকনোলজিস্ট, এ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সংকট ও সমস্যা সমাধানে বান্দরবান সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দি অনুরোধ করেন। হাসপাতালের সেবা নিয়ে সচিব বলেন,অনেক সীমাবদ্ধতা সংকটের মাঝে ও সুন্দরভাবে সেবা দিয়ে যাচ্ছেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
তিনি আর বলেন, হাসপাতালের বিরাজমান সমস্যা গুলো দ্রুত সমাধান করে “লামা হাসপাতাল” কে একটি মডেল হাসপাতাল করার আশ্বাস দেন। সিভিল সার্জন সহ সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদেরকে আন্তরিকার সাথে রোগীদের সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার অনুরোধ জানান।
এসময় স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, বান্দরবান সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দি, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল সহ বান্দরবানের সাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাক্তার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।