মতলব (উত্তর) সংবাদদাতা
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেন। একটি অবহেলিত সমাজকেও সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার ও কথা বলার সুযোগ দিয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলা মিলনায়তনে দৈনিক যুগান্তরের দুই যুগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেছেন।
তিনি বলেন, যুগান্তর দেশ ও জাতির কল্যাণে কাজ করে। কখনো যুগান্তর অন্যায়ের কাছে মাথা নত করে না। যুগান্তর তার নীতি নির্ধারক ঠিক রেখে সত্যের পথে থেকে হাটি হাটি পা পা করে তার পথ চলা দুই যুগ পদার্পণ করেছে। যুগান্তর সাদাকে সাদা, কালোকে কালো বরাবরই মেনে চলছে।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমন্ডীর সভাপতি কাজী মিজানুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইনকিলাবের প্রতিনিধি মাহবুব আলল লাভলু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামসুজ্জামান ডলার, আরটিভি প্রতিনিধি ইস্রফিল খান বাবু, দৈনিক কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি ফয়েজ আহমদ তুহিন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি তাইজুল ইসলাম সাগার, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম রাব্বি প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না