বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে কাপড়ের রং ব্যবহার করে খাদ্য সামগ্রী উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নবীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মো. সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পণ্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যে কাপড়ের রং মিশ্রিত করায় 'বিসমিল্লাহ ফুড এন্ড বেকারি' প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং ‘ফাহিম বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না