আড়াইহাজারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৬৯
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এ সময় তিনি কলেজে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, উচিতপুরা ইউপির চেয়ারম্যন ইসমাইল হোসেন, খাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ, কলেজটির অধ্যক্ষ মো. আব্দুস সালাম এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ।