১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

জামায়েত ইসলামী কেন্দ্রীয় আমির ও শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ১৯

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৭২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এম এ আজিজ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা সম্প্রতি বাংলাদেশ জামায়েত ইসলামী এর কেন্দ্রীয় আমিরসহ জামায়াতে ইসলামী ও শিবির নেতাকর্মীদের গ্রেফতারের ইস্যূকে কেন্দ্র করে বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং অন্তর্ঘাতীমূলক কার্য ঘটাইয়া সরকার পতনের উদ্দেশ্যে বাসন থানার ভোগড়া বাসন সড়কের রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকের সামনে ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কের উপর লাঠি দিয়া এবং ইট নিক্ষেপ ও অন্তর্ঘাতমূলক কার্যসম্পাদন করিয়া মহাসড়কে চলাচলারত গাড়ী ভাংচুর করিতেছে ও ককটেল ফাটাইয়া জনমনে আতংক সৃষ্টি করিতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ হানিফ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে হাজির হয়ে ইসলামি ছাত্র শিবিরের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের হতে ১৪ টি বাঁশের লাঠি, ২৫ টি বিভিন্ন সাইজের ইটের টুকরা, ৫টি লাল স্কচটেপ মোড়ানো অবিষ্ফোরিত কথিত ককটেল যাহা ১নং আসামীর কাধে কালো ব্যাগের মধ্যে রক্ষিত ছিল, বিভিন্ন সাইজে ১৫ টি টুকরা গাড়ীর ভাঙ্গা কাচের অংশ।
বিশেষ ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী “ প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে ডাক হিংসা বিদ্বেষ নিপাত যাক” বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লেখা একটি ছোট ব্যানার, ৫ টুকরা বিষ্ফোরিত ককটলের অংশ বিশেষ জব্দ করে।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাসন থানাধীন নলজানী গ্রেটওয়াল সিটি সাকিনস্থ আ. আউয়াল এর মালিকানাধীন আসামী মো. মেহেদী হাসান (২৬) কর্তৃক ভাড়াকৃত কক্ষে থেকে সহযোগী পলাতক আসামী মো. মজিবুর রহমান (২৫)’কে পাইয়া ধৃত করেন এবং আসামী মো. মেহেদীর রুম তল্লাশী করিয়া ৪ টি ব্যক্তিগত রিপোর্ট বই, ১ টি মলাটযুক্ত বই যাহার গায়ে গঠনতন্ত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী লিখা আছে ৩ টি বই যাহার গায়ে ঈমানের হাকীকত লিখা রয়েছে ১টি মলাটযুক্ত বই যাহার গায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল পর্যায়ের জনশক্তির প্রতি আমীরে জামায়াত আহবান লিখা আছে ১টি বই যাহার গায়ে একদিন তো চলেই যাবো অধ্যক্ষ এসএম সানাউল্লাহ লিখা রয়েছে ৪টি চাঁদা আদায়ের রশিদ বই ৪টি কিশোর কন্ঠ বইসহ উপরোক্ত আলামত সমূহ বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—উ ধারায় এবং ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইন ৩/৪/৬ মামলা রুজু হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

জামায়েত ইসলামী কেন্দ্রীয় আমির ও শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ১৯

আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এম এ আজিজ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা সম্প্রতি বাংলাদেশ জামায়েত ইসলামী এর কেন্দ্রীয় আমিরসহ জামায়াতে ইসলামী ও শিবির নেতাকর্মীদের গ্রেফতারের ইস্যূকে কেন্দ্র করে বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং অন্তর্ঘাতীমূলক কার্য ঘটাইয়া সরকার পতনের উদ্দেশ্যে বাসন থানার ভোগড়া বাসন সড়কের রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকের সামনে ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কের উপর লাঠি দিয়া এবং ইট নিক্ষেপ ও অন্তর্ঘাতমূলক কার্যসম্পাদন করিয়া মহাসড়কে চলাচলারত গাড়ী ভাংচুর করিতেছে ও ককটেল ফাটাইয়া জনমনে আতংক সৃষ্টি করিতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ হানিফ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে হাজির হয়ে ইসলামি ছাত্র শিবিরের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের হতে ১৪ টি বাঁশের লাঠি, ২৫ টি বিভিন্ন সাইজের ইটের টুকরা, ৫টি লাল স্কচটেপ মোড়ানো অবিষ্ফোরিত কথিত ককটেল যাহা ১নং আসামীর কাধে কালো ব্যাগের মধ্যে রক্ষিত ছিল, বিভিন্ন সাইজে ১৫ টি টুকরা গাড়ীর ভাঙ্গা কাচের অংশ।
বিশেষ ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী “ প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে ডাক হিংসা বিদ্বেষ নিপাত যাক” বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লেখা একটি ছোট ব্যানার, ৫ টুকরা বিষ্ফোরিত ককটলের অংশ বিশেষ জব্দ করে।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাসন থানাধীন নলজানী গ্রেটওয়াল সিটি সাকিনস্থ আ. আউয়াল এর মালিকানাধীন আসামী মো. মেহেদী হাসান (২৬) কর্তৃক ভাড়াকৃত কক্ষে থেকে সহযোগী পলাতক আসামী মো. মজিবুর রহমান (২৫)’কে পাইয়া ধৃত করেন এবং আসামী মো. মেহেদীর রুম তল্লাশী করিয়া ৪ টি ব্যক্তিগত রিপোর্ট বই, ১ টি মলাটযুক্ত বই যাহার গায়ে গঠনতন্ত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী লিখা আছে ৩ টি বই যাহার গায়ে ঈমানের হাকীকত লিখা রয়েছে ১টি মলাটযুক্ত বই যাহার গায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল পর্যায়ের জনশক্তির প্রতি আমীরে জামায়াত আহবান লিখা আছে ১টি বই যাহার গায়ে একদিন তো চলেই যাবো অধ্যক্ষ এসএম সানাউল্লাহ লিখা রয়েছে ৪টি চাঁদা আদায়ের রশিদ বই ৪টি কিশোর কন্ঠ বইসহ উপরোক্ত আলামত সমূহ বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—উ ধারায় এবং ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইন ৩/৪/৬ মামলা রুজু হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন