ফরক্কাবাদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা পাশের হার ৯২.৫৮ শতাংশ
- আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭৪
মোঃ জাবেদ হোসেন:
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়-২০২২ এ পাশের হার ৯২.৫৮ শতাংশ । ২০২২ সালে কলেজটিতে তিনটি বিভাগে ২’শ ৫৯জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২’শ ৩৭জন উত্তীর্ণ হয়, ১৯ জন অনুত্তীর্ণ হয় এবং ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বিভাগ অনুযায়ী বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ জন উত্তীর্ণ হয় শতভাগ। এদের মধ্যে ‘এ’ প্লাস ১২জন, ‘এ’ ৩৮ জন ও ‘এ’ মাইনাস ১জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৮জন, এদের মধ্যে ‘এ’ ১৫জন, ‘এ’ মাইনাস ২৩জন, ‘বি’ ৫জন ও ‘সি’ ১জনসহ মোট উত্তীর্ণ ৪৪জন, অনুত্তীর্ণ ৩জন ও অনুপস্থিত ১জন।
মানবিক বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১’শ ৬০জন, এদের মধ্যে ‘এ’ প্লাস ২জন, ‘এ’ ৬০ জন, ‘এ’ মাইনাস ৪৮জন, ‘বি’ ২৬জন ও ‘সি’ ৬জনসহ মোট উত্তীর্ণ ১৪২জন, অনুত্তীর্ণ ১৬জন এবং অনুপস্থিত ২জন।