কাজল কান্তি দে, কক্সবাজার:
কক্সবাজার জেলায় এবাবের এইচএসসিতে পাসের হার ৮০.৫০ শতাংশ। ভালো ফলাফল করেছে কক্সবাজার সিটি কলেজ। মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা-এই তিন বিভাগের মোট ১১৮১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৭১ জন। সেখানে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। যাদের কলেজে ভর্তিকালীন একজনেরও জিপিএ-৫ ছিল না। বুধবার (৮ ফেব্রুয়ারী) ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।
ফলাফলে দেখা গেছে, সিটি কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থীর মধ্যে শুধু মানবিক বিভাগ থেকে আছে ১০ জন। বাকী বিজ্ঞান বিভাগ ৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন জিপিএ-৫ পান।
তিন বিভাগের মোট পাশের হার ৭৩.৭৫ শতাংশ। এছাড়া এই কলেজের বিএম শাখার ২২২ পরীক্ষার্থী থেকে ২১৩ জন পাশ করেছে। সেখানে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৯৬ শতাংশ।
সিটি কলেজের এবারের ফলাফলকে নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত ও অনুসরণীয় সফলতা মন্তব্য করেছেন সবাই। ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যক্ষ ক্য থিং অং বলেন, গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেছে।
তিনি বলেন, করোনা পরবর্তী ক্লাস শুরু হওয়ায় প্রস্তুতির অনেক ঘাটতি ছিল। তার মাঝেও শিক্ষার্থীদের পড়ার প্রতি মনোযোগ ও শিক্ষকদের প্রচেষ্টায় সুন্দর ফলাফল এসেছে। অথচ এই ব্যাচটি ভর্তির সময় একজনেরও জিপিএ-৫ ছিল না। সুন্দর ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষককে ধন্যবাদ ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান অধ্যক্ষ ক্য থিং অং।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না