কয়রায় স্কাউট কাব ক্যামপুরি উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
মোক্তার হোসেন, খুলনা:
বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলা কাব ক্যামপুরি বাস্তবায়ন কমিটি ৩ টি ভেন্যুতে চার দিন ব্যাপী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে কাব স্কাউট ক্যামপুরি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং ভেন্যুতে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অংশ নেয় বাগালী ২২ টি, আমাদী ২৫ টি,ও মহেশ্বরীপুর ইউনিয়নের ১০ টি মোট ৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২ নং ভেন্যুতে মঠবাড়ি সেরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অংশ নেন মহারাজপুর ২২ টি, মহেশ্বরীপ্রু ১৮ টি,ও বাগালী ইউনিয়নের ৫ টি মোট ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩ নং ভেন্যুতে বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়রা ইউনিয়নের মোট ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেন। “স্কাউট কাব করব,দেশের জন্য তৈরি হব” আমাদের দেশ আমরা গড়ব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১০ টায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ স্কাউট কাব ক্যামপুরি ২০২৩ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা শিক্ষা অফিসার এম আবু খালেদ ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল।
কাব স্কাউট ক্যামপুরি অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান সি,এ,এল টি জেলা সহ কমিশনার খুলনা।(উপজেলা কমিশনার) দাকোপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার এম খালেদ তিনি বলেন, শিশুদেও মধ্যে আত্মবিশ্বাসী,সৎ চরিত্রবান ও নেতৃত্বের গুণাবলী বিকাল এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ স্কাউট কাব ব্যপক ভূমিকা রাখবে।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল ও কাব চীফ এস নুর মোহাম্মদ মোস্তফা বাংলাদেশ স্কাউটস, কয়রা উপজেলা খুলনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম আখতার উপজেলা কাব স্কাউট লিডার, এবাদুল হক সহসভাপতি বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা খুলনা, মোস্তফা কামাল, মিনারুল ইসলাম, ডেপুটি সাব ক্যাম্প চীফ রবিউল ইসলাম,শিবপদ বাবু, আমিনুল ইসলাম ও লুৎফর রহমান নির্বাহী সদস্য বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা খুলনা।