সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিস,সদস্য আলমগীর ও জামালউদ্দিনকে যুবদলের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিস সিকদার, সদস্য মীর আলমগীর ও জামাল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সিদ্ধিরগঞ্জের ১০নং ওর্য়াড যুবদলের নেতাকর্মীরা। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ১০নং ওর্য়াডে আরামবাগ এলাকায় এ ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, ১০নং ওর্য়াড যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সদস্য রেজাউল করিম, ১০নং ওর্য়াড যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জসিম, কবির হোসেন ও আরাফাত প্রমূখ।
এসময় নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আনিস সিকদার নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আমি আপনাদের সহযোগিতা চাই। আমি ১০নং ওর্য়াডের সকল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চাই। আগামীতে কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচী দেওয়া হবে আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সেই কর্মসূচী আমরা পালন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে যে দায়ীত্ব দেওয়া হয়েছে আমি যেন আমার দায়ীত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
উল্লেখ্যে গত রোববার নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আনিস সিকদারকে যুগ্ম-আহ্বায়ক, মীরআলমগীর ও জামালউদ্দিনকে সদস্য করা হয়।