গৌরনদীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৬
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নুপুর মন্ডল (২৪) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুপুর উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের সুধীর মন্ডলের মেয়ে। সে বরিশাল বিএম কলেজের মাষ্টার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, কলেজ ছাত্রী নুপুরের সাথে পার্শ্ববর্তী হরহর গ্রামের পরিমল দাসের ছেলে পঙ্কজ দাসের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। তারা দু’জনে কোর্ট ম্যারিজও করেছেন। এনিয়ে দুই পরিবারের মধ্যে কলহ ছিলো। গত দুইদিন পূর্বে স্থানীয় দুইজন ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করে পারিবারিক ভাবে বিয়ের আয়োজন চলছিলো।
মঙ্গলবার সকালে নিহতের ভাই গুরুদেব মন্ডল বলেন, সোমবার বিকেলে বসতঘরে কেউ না থাকার সুযোগে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয় নুপুর। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তবে কি কারনে সে (নুপুর) আত্মহত্যা করেছে তা তিনি (গুরুদেব) জানাতে পারেননি।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।