১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গৌরনদীতে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জেরধরে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত বয়সা গ্রামে। মঙ্গলবার সকালে ওই গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেন লিমন অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে জনৈক মিন্টু বেপারীর কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে পাকা স্থাপনা (দেয়াল) নির্মাণ করা হয়। পাকা স্থাপনা নির্মানের পর ওই জমি নিয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেন পাশ্ববর্তী ঘরের বাসিন্দা জীবন বেপারী। পরবর্তীতে পুলিশ উভয়পক্ষের কাগজপত্র নিয়ে আগামী বুধবার থানায় যেতে বলেন। কিন্তু এর আগেই সোমবার বিকেলে জীবন বেপারী এলাকার শতাধিক লোক ভাড়া করে পাকা স্থাপনাটি গুড়িয়ে দেয়। স্থাপনাটি গুড়িয়ে দেওয়ায় তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার দাবী করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জীবন বেপারী বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছে প্রবাসী লিমন। এজন্য লোকজন নিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

গৌরনদীতে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জেরধরে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত বয়সা গ্রামে। মঙ্গলবার সকালে ওই গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেন লিমন অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে জনৈক মিন্টু বেপারীর কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে পাকা স্থাপনা (দেয়াল) নির্মাণ করা হয়। পাকা স্থাপনা নির্মানের পর ওই জমি নিয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেন পাশ্ববর্তী ঘরের বাসিন্দা জীবন বেপারী। পরবর্তীতে পুলিশ উভয়পক্ষের কাগজপত্র নিয়ে আগামী বুধবার থানায় যেতে বলেন। কিন্তু এর আগেই সোমবার বিকেলে জীবন বেপারী এলাকার শতাধিক লোক ভাড়া করে পাকা স্থাপনাটি গুড়িয়ে দেয়। স্থাপনাটি গুড়িয়ে দেওয়ায় তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার দাবী করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জীবন বেপারী বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছে প্রবাসী লিমন। এজন্য লোকজন নিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন