বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও উপকরন বিতরন করা হয়েছে। “বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের উদ্যোগে এবং বেসরকারি সাহায্য সংস্থার সহযোগীতায় উপজেলা পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু। এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আনিসুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস প্রমূখ। সভা শেষে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে শ্রবণ যন্ত্র (হেয়ারিং এইড) ও প্রতিবন্ধী শিশুদের মাঝে মশারী বিতরন করা হয়।
এ সময় ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস বলেন, শিশুদের উৎসাহ প্রদান ও বার্ষিক উপহার হিসেবে উপজেলার ৬টি ইউনিয়ন যথাক্রমে জিউধরা, নিশানবাড়ীয়া, খাউলিয়া, বারইখালী, মোরেলগঞ্জ ও পৌরসভায় ওয়ার্ল্ড ভিশন নিবন্ধিত ২ হাজার ৭ শত শিশুদের মাঝে পর্যায়ক্রমে এ মশারি বিতরন করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না