কাপাসিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৬
এম এ আজিজ:
গাজীপুরের কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির মাংস বিক্রি করার অপরাধে দুই মুরগীর ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান।
ইউএনও গোলাম মোর্শেদ খান জানান,সোমবার রাত সাড়ে সাতটা সময় কাপাসিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার দায়ে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাছাড়া বাজারের বিভিন্ন পয়েন্ট পয়:নিষ্কাশন নালাগুলো ময়লা ফেলে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। বাজার কমিটি ও বাজারের ইজারাদারদের এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।
তিনি আরো বলেন, এসময় বাজারের পানি নিষ্কাশন নালাগুলোতে যেন ময়লা না ফেলা হয় এ বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। বাজারের ব্যবসায়ী কমিটির সদস্যদেরকে এ বিষয়টির গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে। খুব শীঘ্রই নিষ্কাশন নালাগুলো সংস্কার করার কাজ শুরু করা হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান ও কাপাসিয়া বাজার কমিটির সদস্যবৃন্দ। ইউএনও কাপাসিয়া গাজীপুর ভ্রাম্যমাণ আদালত।