মাহবুবুর রহমান জিসান,লক্ষ্মীপুর:
নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের নিকট বুঝিয়ে দেন পুলিশ সুপার সোমবার, ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়া শিশুকে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সামনে অভিভাবকহীন কান্নাকাটি করা অবস্থায় জেলা পুলিশ, লক্ষীপুরের একজন সদস্য শিশুকে দেখতে পায়। পরে পুলিশ সুপার ও পুলিশ কন্ট্রোল রুম, লক্ষ্মীপুরকে জানায়। এরপর উক্ত শিশুকে পুলিশ ফাঁড়িতে আনলে তার নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা সহ তার আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য জেলা পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা করেন এবং পরবর্তীতে শিশুর পরিবারের খোঁজ পাওয়া যায়। জেলা পুলিশ, লক্ষীপুর শিশুর প্রকৃত অভিভাবকদের যাচাই-বাছাই পূর্বক শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব সেলিনা মাহফুজ সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর। এছাড়া পুলিশ সুপার। শিশুটিকে প্রয়োজনীয় কিছু খাবার এবং শিশুর জন্য নতুন ড্রেস ও কম্বল প্রদান করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না