আরিফ রববানী ময়মনসিংহ:
"সবাই মিলে অনলাইনে দিব কর, দেশ হবে স্বনির্ভর" এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় সোমবার (৬ ফেব্রুয়ারী ) শুরু হয়েছে বিশেষ ভূমি সেবা সপ্তাহ ২০২৩। ভূমি সেবা সহজীকরণ, ভূমি উন্নয়ন কর ও ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষে তারাকান্দা উপজেলা ভূমি অফিস গ্রহণ করেছে নানাবিধ কর্মসূচি। এর মাঝে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সেবা বুথ স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং ডিজিটাইজেশন কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, ভিটি ও ভিপি নবায়নসহ সংশ্লিষ্ট সেবা কার্যক্রম। উপজেলায় সপ্তাহব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, “এবারের ভূমি সেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর আদায় এর উপর গুরুত্বারোপ করা হচ্ছে। এ সুবর্ণ সুযোগ তারাকান্দা বাসী স্বত:স্ফূর্তভাবে গ্রহণ করেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না