রাজশাহী সংবাদদাতা
রাজশাহী জেলার গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো. সহরুল্লাহ (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দশ লক্ষ টাকা।
আটককৃত মো. সহরুল্লাহ মানিক চরের ৩নং ওয়ার্ডের ইবনে সৈয়দ এর ছেলে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সহ সকল অন্যায়ের বিরুদ্ধে মাদক এ ধরনের অভিযান অব্যাহত ও প্রক্রিয়াধীন থাকবে বলে জানান তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না