হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবল উপজেলার সর্বত্র রাতের আঁধারে অবাধে ফসলী জমি থেকে মাটি কাটা চলছে। ফলে গ্রামীণ রাস্তা-ঘাট বিনষ্ট হচ্ছে। অপরদিকে এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে পড়েছে। উপজেলার মিরপুর, লামাতাশী, ভাদেশ্বর, গাংদার, ফতেহপুর, হোসেনপুর, স্নানঘাট, বাগদাইর, অলুয়া, সংকরপুর’সহ বিভিন্ন এলাকায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা চলছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, কৃষি জমির টপসয়েল সাবাড় হয়ে যাচ্ছে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসন উদাসীন রয়েছেন। মাটি খেকোরা বিকল্প কৌশল অবলম্বন করে রাতের আধার বেচে নিয়েছে। ৫ ফেব্রুয়ারী ভাদেশ্বর ইউনিয়নের একটি ফসলের মাঠ থেকে মাটি কাটার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না