সিদ্ধিরগঞ্জে ডাম্পিং প্রজেক্ট পরিদর্শনে জাপানী রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৫
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্টেশন প্রজেক্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত ড্যাম্পিং স্টেশনে রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি প্রজেক্ট পরিদর্শনে আসেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রজেক্টের বিস্তারিত জানেন।
প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, এটি চালু হলে পরিবেশ দূষণ কমে আসবে। অপচয় কমবে এবং বাসযোগ্য আরো সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। পরে রাষ্ট্রদূত জানতে চান বর্জ্য থেকে নতুন কোন পরিকল্পনা আছে কিনা। উত্তরে সংশ্লিষ্টরা জানান, তারা আপাতত ভালো বিনিয়োগকারী খুঁজবেন। তারপর এ প্রজেক্টের পরবর্তী ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করবেন।
এসময় জাপান অ্যাম্বাসীর কর্মকর্তারা, নাসিকের কর্মকর্তারা ও প্রজেক্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।