মোংলা ফুটপাত দখল, সাত ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৫
বাগেরহাট প্রতিনিধি:
মোংলা পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে মোংলা উপজেলা প্রশাসন। মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি বিকেলে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও দীপংকর দাশ একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাতে বিক্রয় সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ৭ প্রতিষ্ঠানকে ২হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা কৃত প্রতিষ্ঠান গুলি হলো- বাগেরহাট ষ্টোর, মদিনা ষ্টোর, খানজাহান ষ্টোর, বুলবুল ষ্টোর, মাহাতাব ষ্টোর, রোকেয়া ষ্টোর ও অপুর্ব ষ্টোর
এমন অভিযানে সন্তোষ্টি প্রকাশ করে জন দুর্ভোগ কমাতে প্রশাসনের নিয়মিত এমন অভিযান দাবি করেন স্থানীয়রা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, সড়কে যানজটের মূল কারণ হচ্ছে ফুটপাত দখল করে গড়ে উঠা অস্থায়ী দোকান ও স্থাপনা। ফুটপাত দখলের কারণে শহরে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এসবের কারণে সড়কে শৃঙ্খলা নেই। জনকল্যাণে প্রতিটি সড়কের ফুটপাত দখল করে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করতে অভিযান অব্যাহত থাকবে।