প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১। গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সোনারগাঁয়ের চেংগাকান্দির গ্রামের সুদার ছেলে।
জানা যায়, অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর মাদকাসক্ত। হত্যাকান্ডের শিকার আখির সঙ্গে প্রায় ১৫ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়শই ভিকটিমের সঙ্গে পারিবারিক কলহ লেগে থাকতো। বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে ভিকটিমকে লোহার শিকল দিয়ে হাত-পা বেধে দুই ছেলের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
মারধরের এক পর্যায়ে আখিঁ মাটিতে লুটিয়ে পড়লে ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক স্বামী দৌঁড়ে পালিয়ে যায়।
পরে আঁখিকে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা সোনারগাঁও থানায় সাইদুর রহমানকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না