নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে শিখা (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের পশ্চিমকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শিখার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিখা স্থানীয় পশ্চিমকান্দা পাড়া মহল্লার কাজল সাহার স্ত্রী। তার বাবার বাড়ি পলাশের জিনারদী এলাকায়। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে শিখা ও কাজল সাহার বিয়ে হয়। শিখা ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এলাকাবাসী জানায়,শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিখার চিৎকার শুনতে পায় এলাকাবাসী। এসময় ভিতর থেকে গেইট বন্ধ করে রাখে তার শ্বশুরবাড়ির লোকজন। এলাকাবাসী চিৎকার শুনে গেইটের সামনে এসে অনেক ডাকাডাকির পরও কেউ গেইট খুলে দেয়নি। প্রায় ২ ঘন্টা পর শরীরে বিভিন্ন অংশ ঝলসে যাওয়া শিখাকে ভিতর থেকে বের করে নিয়ে আসে তার স্বামী কাজলসহ বাড়ির অন্যান্য সদস্যরা। পরে এলাকাবাসীর সহায়তায় কাজল সাহা তার স্ত্রী শিখাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান,খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না