খুলনা প্রতিনিধি:
খুলনায় ককটেল বোমাসহ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ৬। শনিবার সকাল পৌনে ১১ টার দিকে তাকে লবনচরা থানাধীন মোক্তার হোসেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক যশোর কোতয়ালী থানার খোড়কী ৭ নং ওয়ার্ডেও বাসিন্দা মো: রাসেল গাজী।
জানা গেছে, গোপন সংবাদেও ভিত্তিতে তারা জানতে পারে লবনচরা থানা এলকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। এ সময়ে তারা লবনচরা মোক্তার হোসেন সড়ক থেকে মো: রাসেল গাজীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে র্যাব ৬ টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না