হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০ টি ইভেন্টের মাঝে ২০ টি প্রথম পুরস্কারসহ মোট ৪৩ টি পুরস্কার পেয়ে হবিগঞ্জ জেলা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করেছে।
শনিবার ৪ ফেব্রুয়ারী সিলেট জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্টানে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য সুধীবৃন্দ। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।হবিগঞ্জ জেলার পুরস্কার গ্রহণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না