ময়মনসিংহে ইউনিয়ন উপনির্বাচনে আ’লীগের ঘাটিতে আসন উদ্ধারে মরিয়া জাপা
- আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৬
প্রতিদিনের নিউজ:
ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন যত ঘনিয়ে আসছে ময়মনসিংহ জেলার খাগ ডহর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও তত তৎপর হয়ে উঠছেন। জনসংযোগ, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নিজেদের তুলে ধরছেন। মনোনয়ন পেতে জেলা,উপজেলার নেতাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। এর আগে গত ২০১৯ সালে নির্বাচনে এই ইউনিয়নটিতে ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) আনোয়ার হোসেন ওরফে নান্নু।
আওয়ামীলীগ আবারো ইউনিয়নটি দখলে নেওয়ার দাবি করলেও জাতীয় পার্টি ছাড়তে নারাজ। অন্যদিকে বিএনপির সম্ভাবনা ঝুলে আছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের পৃথক নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের ওপর।
খাগডহর ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে আওয়ামী লীগ কে হটাতে মাঠে নেমেছেন জাপার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন।
খাগডহর ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে আর কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে আবুল হোসেনই জাপার একক মনোনীত প্রার্থী হচ্ছেন এটা একরকম নিশ্চিত বলে দলীয় সুত্রে জানা গেছে। দলীয় নেতাকর্মীরা আসনটির জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে দলীয় প্রার্থী যাকেই দেওয়া হউক তার বিজয় ধরে রাখতে ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়াতে কাজ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন।এনিয়ে দফায় দফায় পার্টি অফিসে কর্মীদের নিয়ে বৈঠক আর মতবিনিময় সভা করছেন রওশন এরশাদ এমপির প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম। এই ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে।
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেন, আমার নেত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির সময়ে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। সিটি করপোরেশন ঘেষা এলাকা বলে বেশি গুরুত্ব দিয়ে এবার কাজ করা হয়েছে। করোনা মহামারির মধ্যেও উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসেবা বন্ধ ছিল না। যেকোনো সময়ের চেয়ে বর্তমানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিচার বিশ্লেষণে এগিয়ে আছে। এ কারণে আমি মনে করি ইউনিয়নবাসী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
এখন পর্যন্ত জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মাঠে সরব থাকা আবুল হোসেন বলেন, বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে খাগডহরে ব্যাপক উন্নয়ন হয়েছে । এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। খাগডহর বাসীর ব্যাপক সমর্থনে গত প্রায় তিন চার মাস সময় ধরে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে নাগরিক সেবা এবং কল্যাণে সার্বক্ষণিক সেবক হিসেবে কাজ করে আসছি। আশা করছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমি নির্বাচিত হব।