মমিনুল ইসলাম, মতলব:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাল উদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, মতলব পৌরসভা যুবলীগের সভাপতি সোহাগ সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, গত চার বছরে মতলবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত উন্নয়ন হয়েছে, তা বিরল। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন হয়েছে। ননএমপিও স্কুল এমপিও হয়েছে। শেষ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে। বছরের প্রথম দিনে বই পাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলা করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দিয়েছেন সরকার। এসব উন্নয়নগুলো আমি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব গুলির মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গণে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে চাঁদপুরের সন্তানেরা। মতলবের ছেলে মেয়েরা ক্রীড়াঙ্গণে দেশে ও দেশের বাহিরে মতলবকে পরিচিতি করিয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গণের উন্নয়নে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, আজকের যে বাংলাদেশ তা নিয়ে আমরা গর্বিত। স্বাধীনতার ৫০ বছর পরে আমরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ পাচ্ছি।
আলোচনা সভা শেষে ১২ টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় খেলাধুলা সামগ্রী বিতরণ করেন অ্যাড. নুরুল আমিন রুহুল। পর্যায়েক্রমে সকল প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না