মমিনুল ইসলাম, মতলব:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর ডাঃ ওসমান গণি ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষ চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ গ্রহণ করেন।
সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আবুল কালাম আজাদ (কামাল) এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ কামরুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিনিয়র অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর জেলা বারের যুগ্ম সম্পাদক সম্পাদক অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত শাহাবুদ্দিন সরকার।
স্বাগত বক্তব্য রাখেন ডাঃ ওসমান গণি সরকারের কনিষ্ঠ পুত্র আয়োজক অ্যাড. জিশান আহমেদ রিপন। আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিক সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সমাজসেবক লিয়াকত আলী সরকার, উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আজহার উদ্দিন মুফতী, সদস্য সচিব আবু সুফিয়ান প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোফাজ্জল হোসেন তাফসির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ নুসরাত জাহান তিথী ও ডাঃ খোদেজা আক্তার বেবী।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না