০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
কাউনিয়ায় ৫ কেজি গাঁজাসহ রিপন গ্রেপ্তার
রিপোর্টার
- আপডেট সময় : ১১:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬২
প্রতিদিনের নিউজ:
বরিশাল নগরের কাউনিয়ায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক মো. রিপন খান (২৫) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এস আই তানজিল আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরের ৪ নম্বর ওয়ার্ডের আল মাদানী সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। জব্দ গাঁজাগুলো বহন করে নিয়ে যাওয়ার সময় রিপনকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।