নারায়ণগঞ্জে মাসব্যাপী আয়কর তথ্য সেবা উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৬৩
নারায়ণগঞ্জ সংবাদদাতা
কর দাতাদের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে কর অঞ্চল নারায়ণগঞ্জের উদ্যোগে মাসব্যাপী ‘আয়কর তথ্য-সেবা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে শহরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড সংলগ্ন কর অঞ্চল নারায়ণগঞ্জের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর কমিশনার অনিমেষ রায়। এ কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানটির অধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহে ‘আয়করতথ্য-সেবা’ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার ও পরিদর্শী (রেঞ্জ-১) ভূবন মোহন ত্রিপুরা, যুগ্ম কর কমিশনার ও পরিদর্শী (রেঞ্জ-২) মো. নাসেরুজ্জামন, পরিদর্শী (রেঞ্জ-৩) কাজী আবু মাহমুদ ফয়সাল, পরিদর্শী (রেঞ্জ-৪) মিজ্ চাঁদ সুলতানা চৌধুরানী, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন ও প্রায়োগিক), কর অঞ্চল-নারায়ণগঞ্জের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় কর কমিশনার অনিমেষ রায় সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে আয়কর তথ্য-সেবা মাসে আন্তরিকভাবে সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন।