হাটগাঙ্গোপাড়ায় এমপি এনামুল হকের পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৮
আলমগীর হোসেন, বাগমারা:
রাজশাহী-৪ বাগমারা-৫৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মো: এনামুল হক আজ হাট গাঙ্গোপাড়ার তেঁতুল তলা মোড়ে পথসভায় বক্তব্য প্রদান করেন। উক্ত পথসভায় বক্তব্য প্রদান কালে সাংসদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার মাধ্যমে বাগমারার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে একতাবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে।তিনি বলেন, সোনাডাঙ্গা ইউনিয়ন সহ আরো কিছু ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের সহায়তায় আমরা বাগমারার সার্বিক উন্নয়ন কে আরো ত্বরান্বিত করার মাধ্যমে বাগমারা কে বাংলাদেশের মধ্যে প্রথম সারির একটি উন্নতশীল উপজেলাতে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মোঃ আহসান হাবীব, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস সামাদ প্রাং। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর বানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রাং,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম।আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহম্মাদ, ৯ নম্বর শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল হাকিম প্রামানিক ১ নাম্বার গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আশরাফুল ইসলাম বাবু ,পাঁচ নাম্বার আউচপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মশিউর রহমান , ৯ নম্বর শুভডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, গোবিন্দ পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কছিম উদ্দিন সরদার ,সাধারণ সম্পাদক শামীম আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জনাব আখতারুজ্জামান বুলবুল, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃ রহিম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত পথসভা শেষে হাট গাঙ্গোপাড়া পাড়া মডেল প্রেসক্লাবে মাননীয় সংসদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে ক্লাবের সকল সাংবাদিকদের সাথে সোজন্য সাক্ষাৎ করেন ।