রাজশাহী বিভাগীয় ব্যুরো:
রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় যুবককে হত্যা রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে মানা করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুপা নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।
মারা যাওয়া যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী। যারা ছুরিকাঘাত করেছে তারা হলেন, আকাশ(১৯) নাসিম ও শুভ। সকলের বয়স ২০-২২ এর মধ্যে। এর মধ্যে নাসিম ছুরির আঘাত করেছে বিদ্যুৎকে। নাসিমের বাসা বারো রাস্তার মোড়ে।
এলাকাসূত্রে জানা যায়, এরা তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে মানা করে। একপর্যায়ে দেওয়াল টপকে প্রথমে মারধর করে। পরে নাসিম ছুরি বেরকরে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না