বাকেরগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে জখম
- আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫২
বরিশাল সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে ১ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত মো. বেল্লাল হোসেন খান (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত মো. বেল্লাল হোসেন খান বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আতাকাঠী গ্রামের মৃত আঃ রশিদ খানের পুত্র মো. বেল্লাল হোসেন খান একই গ্রামের রুবেল হাওলাদার এর নিকট থেকে ১২ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করছেন। একই গ্রামের আসাদুল খান, মিজানুর রহমান খানরা ওই জমি জবরদখল করতে পায়তারা শুরু করেন। সেই বিরোধের জের ধরে ১৮ জানুয়ারি রাত ৮ টার সময় আসাদুল খান, মিজানুর রহমান খান, খলিল খান, হাবিবুর রহমান খান ও মজিবর রহমান খান’রা হাতে দা ও লাঠিসোঠা নিয়ে মো. বেল্লাল হোসেন খানকে গালাগাল করে এবং এলোপাথাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা-রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৫২ হাজার টাকা ছিনাইয়া নেয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।