মোক্তার হোসেন, খুলনা:
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক এফ.এম.এ রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (২ ফ্রেব্রুয়ারী ) দুপুরে কয়রা সদরের মধুর মোড়ে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রতিনিধিদের উপস্থিতিতে কয়রা সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.গোলাম মোস্তফার সঞ্চালনায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে কয়রা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো.হাফিজুর রহমান মিস্ত্রী সভাপতিত্বে বক্তব্য রাখেন কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,সাংবাদিক রোকানুজ্জামান কাজল,দৈনিক দেশের কণ্ঠের সহ-সম্পাদক মনিরুজ্জামান বাবলু,মোক্তার হোসেন সহ সভাপতি কয়রা সাংবাদিক ফোরাম সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক রাজ্জাক ও তাঁর পরিবারে উপর হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না।অনতিবিলম্বে সাংবাদিক পরিবার কে জড়িয়ে দায়ের হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। মামলা থেকে সাংবাদিক ও তার পরিবারে সদস্যদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না