সাপাহার (নওগাঁ) সংবাদদাতা
জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষ্যে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে নওগাঁর সাপাহারে আলোচনা সভা ও যুবক উদ্যোক্তাদের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভম্বের) সকাল ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশদি, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সাবেক কমান্ডার ওমর আলী, মৎস্য অফিসার রোজিনা পারভীন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচন সভা শেষে ১৪ জন যুব সদস্যের মাঝে ঋন হিসাবে ৮ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান ও ৯০ জনকে সনদ প্রদান হরা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না