লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর সীমান্তে আজিজার রহমান (৫৮) নামে এক কৃষকের কাছ থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
আটক আজিজার রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বালিয়াটারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়, ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের কুটির চর দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরের ৯২৫/৭ নম্বরের সাব পিলারে বিজিবি টহল দেয়। সেখানে তামাক ক্ষেতে আজিজার রহমানকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ বলেন, আটক আজিজার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না