গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীনবরণ ও মা সমাবেশ এবং কন্যাদের দিয়ে মায়েদের পা ধোয়ানোসহ মায়েদের প্রার্থানার একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তলন শেষে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজ গর্ভানিংবডির সভাপতি আবুসায়েদ নান্টু।
প্রভাষক মাসুদ রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াত ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুজ্জামান, সমাজ সেবক মো. আনিছুর রহমান, সহাকরী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার, জহর লাল পালসহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না