মোঃ আব্দুস সালাম:
নাটোরে অগ্নিকান্ডে ৫ পরিবার সর্বশান্ত হয়েছে। আগুনে ওই ৫ পরিবারের ঘর ও নগদ অর্থ সহ প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়। শহরের বড় হরিশপুর পুর্বপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকতার হোসেন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে।সোমবার (৩০জানুয়ারি) দুপুর ১২ টার দিকে বড় হরিশপুর পুর্বপাড়া এলাকার কাঁচামাল ব্যবসায়ী সেন্টু হোসেনের বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুতই পাশে থাকা অপর তিন ভাই আনোয়ার, মজনু ও আতোয়ারসহ তাদের বাবার বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় নগদ ৯ লাখ টাকা, মোটর সাইকেল, ফ্রীজ, খাট, আসবাসসহ ৫ পরিবারের সব কিছু। ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, আগুনে তাদের প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না