মোঃ জাবেদ হোসেন:
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি ) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশে আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
এসময় তিনি বলেন, এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আশা করছি আগামীতেও তোমরা তোমাদের ভালো ফলাফলের মধ্যে দিয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদের ও যথেষ্ট ভূমিকা রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য ইব্রাহীম খান, শিক্ষক প্রতিনিধি মাও. কবির আহমেদ ওসমানি।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর মাহফুজুর রহমান , আনোয়ার হোসেন (বাবলু), অভিবাবকদের পক্ষে বক্তব্য রাখেন খোর্শেদ আলম, আফ্রোজা তপাদার, এস এম শহিদুল্লাহ, মো. মিজানুর রহমান শেখ, মো. মাসুম ঢালী প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না