০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মুলাদীতে বলগেটের ধাক্কায় খেয়া ট্রলারের যাত্রী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ৫০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বারিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদীতে বলগেটের (বালুর জাহাজ) ধাক্কায় নদীতে পড়ে গিয়ে নান্নু বেপারী (৬০) নামে এক ট্রলার যাত্রী নিখোঁজ হয়েছে। রোববার দিবাগত রাত ৮টার দিকে মুলাদী উপজেরার নাজিরপুর সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে এ নৌ-দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ও বরিশাল ফায়ার ষ্টেশনের ডুবরি দাল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বলগেট সহ ৫ ষ্টাফকে আটক করেছে নৌ ফাঁড়ির পুলিশ।

মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর প্রদীপ মিত্র জানান, এমবি উবাইদা এন্ড জুবাইদা নামে একটি বলগেট (বালুর জাহাজ) রোববার শিকারপুর এলাকায় বালু আনলোড করে বাজবাড়ী জেলায় ফিরছিল। এ দিকে গৌরনদীর হোসনাবাদ খেয়াঘাট থেকে একটি খেয়া ট্রলার ৩০/৪০ জন যাত্রী নিয়ে রোববার রাত পৌণে ৮টার দিকে মুলাদীর নাজিরপুর সাহেবেরচর খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে খেয়া ট্রলারটি রাত ৮টার দিকে নাজিরপুর সাহেবেরচর এলাকায় পৌছিলে বলগেট এমবি উবাইদা এন্ড জুবাইদা ওই খেয়া ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারের সামনের ৫/৬ যাত্রী আড়িয়াল খাঁ নদীতে পড়ে যায়। নদীতে পড়া ট্রলার যাত্রীরা সাঁতারে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নাজিরপুর সাহেবের চর এলাকার মৃত সিরাজুল হক বেপারীর পুত্র নান্নু বেপারী (৬০) নিখোঁজ রয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা রাতভর নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ খেয়া ট্রলার যাত্রী নান্নু বেপারীকে উদ্ধার করতে পারেনি। সোমবার সকাল থেকে বরিশাল ফায়ার ষ্টেশনের ডুবুরি দল আড়িয়ালখাঁ নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ইন্সপেক্টর প্রদীপ মিত্র আরো জানান, খবর পেয়ে তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে বলগেট এমবি উবাইদা এন্ড জুবাইদা ও বলগেটের (বালুর জাহাজ) সুকানি আবু বক্কর (৩৫), ষ্টাফ বিহাব ইসলাম (১৯), জাবেদ হোসেন (২২), মো. সুমন (২২), মো. মারুফ (২৩)কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ইন্সপেক্টর পদীপ মিত্র জানান।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মুলাদীতে বলগেটের ধাক্কায় খেয়া ট্রলারের যাত্রী নিখোঁজ

আপডেট সময় : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বারিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদীতে বলগেটের (বালুর জাহাজ) ধাক্কায় নদীতে পড়ে গিয়ে নান্নু বেপারী (৬০) নামে এক ট্রলার যাত্রী নিখোঁজ হয়েছে। রোববার দিবাগত রাত ৮টার দিকে মুলাদী উপজেরার নাজিরপুর সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে এ নৌ-দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ও বরিশাল ফায়ার ষ্টেশনের ডুবরি দাল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বলগেট সহ ৫ ষ্টাফকে আটক করেছে নৌ ফাঁড়ির পুলিশ।

মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর প্রদীপ মিত্র জানান, এমবি উবাইদা এন্ড জুবাইদা নামে একটি বলগেট (বালুর জাহাজ) রোববার শিকারপুর এলাকায় বালু আনলোড করে বাজবাড়ী জেলায় ফিরছিল। এ দিকে গৌরনদীর হোসনাবাদ খেয়াঘাট থেকে একটি খেয়া ট্রলার ৩০/৪০ জন যাত্রী নিয়ে রোববার রাত পৌণে ৮টার দিকে মুলাদীর নাজিরপুর সাহেবেরচর খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে খেয়া ট্রলারটি রাত ৮টার দিকে নাজিরপুর সাহেবেরচর এলাকায় পৌছিলে বলগেট এমবি উবাইদা এন্ড জুবাইদা ওই খেয়া ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারের সামনের ৫/৬ যাত্রী আড়িয়াল খাঁ নদীতে পড়ে যায়। নদীতে পড়া ট্রলার যাত্রীরা সাঁতারে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নাজিরপুর সাহেবের চর এলাকার মৃত সিরাজুল হক বেপারীর পুত্র নান্নু বেপারী (৬০) নিখোঁজ রয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা রাতভর নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ খেয়া ট্রলার যাত্রী নান্নু বেপারীকে উদ্ধার করতে পারেনি। সোমবার সকাল থেকে বরিশাল ফায়ার ষ্টেশনের ডুবুরি দল আড়িয়ালখাঁ নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ইন্সপেক্টর প্রদীপ মিত্র আরো জানান, খবর পেয়ে তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে বলগেট এমবি উবাইদা এন্ড জুবাইদা ও বলগেটের (বালুর জাহাজ) সুকানি আবু বক্কর (৩৫), ষ্টাফ বিহাব ইসলাম (১৯), জাবেদ হোসেন (২২), মো. সুমন (২২), মো. মারুফ (২৩)কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ইন্সপেক্টর পদীপ মিত্র জানান।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন