০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বাগমারায় উপজেলা পরিষদের আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ৫৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগমারা সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, সমগ্র উপজেলার উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করতে চাইলে উন্নয়নের দায়িত্বে থাকা সবাইকে নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজ দায়িত্ব পালন না করলে সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। শুধু মুখে বললে কাজ হয়ে যাবে না। সমন্বিত পরিকল্পনার আলোকে এগিয়ে যেতে হবে। সমিন্বত পরিকল্পনা ছাড়া সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। প্রশাসন থেকে শুরু করে আইন শৃংখলা বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রধান। নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান চাইলে গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান করতে পারে।

তিনি আরো বলেন, ছোট খাটো ঘটনাকে টেনে বড় করার দরকার নেই। দেশ এগিয়ে যাচ্ছে তাই দেশের এই উন্নয়নের গতিকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরী। উপজেলায় সরকারী অনেক প্রল্পের কাজ চলমান রয়েছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। বসে থাকার সময় নেই। প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সজাগ হতে হবে। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। এছাড়া উপজেলার বিভিন্ন বিলে আবাদী জমিতে পুকুর খনন বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ মাসিক সমন্বয় সভার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাগমারায় উপজেলা পরিষদের আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা

আপডেট সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগমারা সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, সমগ্র উপজেলার উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করতে চাইলে উন্নয়নের দায়িত্বে থাকা সবাইকে নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজ দায়িত্ব পালন না করলে সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। শুধু মুখে বললে কাজ হয়ে যাবে না। সমন্বিত পরিকল্পনার আলোকে এগিয়ে যেতে হবে। সমিন্বত পরিকল্পনা ছাড়া সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। প্রশাসন থেকে শুরু করে আইন শৃংখলা বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রধান। নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান চাইলে গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান করতে পারে।

তিনি আরো বলেন, ছোট খাটো ঘটনাকে টেনে বড় করার দরকার নেই। দেশ এগিয়ে যাচ্ছে তাই দেশের এই উন্নয়নের গতিকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরী। উপজেলায় সরকারী অনেক প্রল্পের কাজ চলমান রয়েছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। বসে থাকার সময় নেই। প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সজাগ হতে হবে। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। এছাড়া উপজেলার বিভিন্ন বিলে আবাদী জমিতে পুকুর খনন বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ মাসিক সমন্বয় সভার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন