বাগেরহাট প্রতিনিধি:
পূর্ব-সুন্দরবনের জিউধরা স্টেশন সংলগ্ন মোরেলগঞ্জের পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন সুধীরের সিলা এলাকায় বাঘের গর্জন শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। রোববার সন্ধ্যার পর থেকে ওই গর্জন শোনা যাচ্ছে। রাত ১০টায় বন বিভাগের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,বনসুরক্ষায় নিয়োজিত বিটিআরটি টিমের সদস্য ও এলাকাবাসিদের সাথে নিয়ে মাইকিং করেছি ও পাহাড়া দিচ্ছি। বাঘ যাতে গ্রামে প্রবেশ করতে না পারে। এলাকাবাসিও আমারে সাথে রাত জেগে পাহাড়া দিচ্ছে।
তিনি আরো জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনে। বন এবং পশ্চিম আমুরবুনিয়া গ্রামে মধ্যে শুধু একটা খাল (যা মরা ভোলানদী নামে পরিচিত) এই খাল পার হয়ে বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক থেকে পাহাড়া দিচ্ছি।
মোরেলগঞ্জ থানা অফিনার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বাঘ পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন খালের পাড়ে গর্জন দিচ্ছে। আমাদের পুলিশ বাহিনীও সতর্ক আছে। প্রয়োজনে পুলিশ সদস্যরাও বিটিআরটি টিম ও বন বিভাগের সাথে যৌথ ভাবে কাজ করবে।
উল্লেখ্য গত শুক্রবার (২৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের আমুরবুনিয়া সংলগ্ন সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমনের শিকার হয়। এ সময় আনুকুলের সাথে থাকা একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক লাঠি সোটা নিয়ে বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। অনুকুল বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না