দামুড়হুদ (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনায় ৩৫ ভরি ২ রতি ওজনের ৫টি স্বর্নের টুকরো উদ্ধার করেছে ডিবি ও দর্শনা থানা পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে স্বর্ণ সহ হৃদয় (২০) নামে ঐ যুবককে আটক করে। সে নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে।
দর্শনা থানার ওসি এএইচ.এম লুৎফল কবীর জানান, সীমান্তবর্তী নাস্তিপুরের দিকে একটি মটর সাইকেল দ্রুত যাওয়ার সময় গতিরোধ করে তল্লাশি চালিয়ে উক্ত স্বর্ণ উদ্ধার করা হয়। আসামী মটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেস্টা করে এবং একটি প্যাকেটে মোড়ানো বান্ডেল পাশের ড্রেনে ফেলে দেয়। পুলিশ ড্রেন থেকে প্যাকেট উদ্ধার করে তার ভেতর থেকে ৫টি সোনার বার উদ্ধার করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না