সিদ্ধিরগঞ্জে উন্নয়ন পরিষদের নিজস্ব অর্থায়ানে রাস্তা নির্মান
- আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ৫৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উওরপাড়া উন্নয়ন পরিষদের নিজস্ব অর্থায়ানে জালকুড়ি দশপাইপ টান পাথর এলাকায় চলছে মাটির রাস্তা নির্মান কাজ। রবিবার (২৯ জানুয়ারি) সকালে রাস্তা নির্মান কাজের তদারকি করতে যান জালকুড়ি উওরপাড়া উন্নয়ন পরিষদেও উপদেষ্টা আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন চাঁনু।
এসময় ফারুক হোসেন চাঁনু বলেন, জালকুড়ি উওরপাড়া উন্নয়ন পরিষদের নিজস্ব অর্থায়ানে মাটির রাস্তা নির্মান কাজ করা হচ্ছে। জালকুড়ি উওরপাড়া উন্নয়ন পরিষদ এলাকার উন্নয়নে সব সময় কাজ করে। আমরা জালকুড়ি উওরপাড়া উন্নয়ন পরিষদের মাধ্যমে পুরো জালকুড়ি এলাকায় উন্নয়ন কাজ করতে চাই। আমাদের আরো কিছু রাস্তার কাজ চলমান আছে এলাকাবাসীর সহযোগিতা পেলে সেই কাজ গুলো আমারা দ্রুত সময়ে শেষ করব।
এসময় তিনি আরো বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই। মাদক বিক্রেতারা দেশ ও জাতীর শক্র। আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই এলাকা বাসীর সহযোগিতা পেলে এলাকা থেকে মাদক নিমূল করতে পারব।